3/5 - (1 vote)

বয়সের ধারে পেরোনো যাবতীয় ভয়
একদিন বুঝলাম ;
নির্ভীক হওয়ার কোন আনন্দ নেই —
যেহেতু আমাদের সুধার ব্যাপারগুলি প্রাসঙ্গিক
আমি হলফ করে বলতেই পারি তুমি আমার একমাত্র ভয় এবং আনন্দ।

দেহকুঞ্জে আজো বিঁধে আছে একখান বরই কাটাঁ ;
যার স্বচ্ছ-শ্রান্ত রূপ দেখি ;
কাঁটার হলফনামায় দেখে যাই —
শস্যখেতের মতো আমার জীবন ;
যাতে মাটি-পানি দিয়ে শস্য ফলিয়েছো তিলে তিলে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments