3/5 - (2 votes)

আলোচনা চলছে দীর্ঘকাল—
আমাদের মধ্যে কে আগে প্রেমে পড়েছিলো!
বলছিলাম এইভাবে নয়,
মৃত্যুর নিকটে এনে না হয় প্রস্থান নেও!

তালাবদ্ধ কোন গোরস্থান থেকে শোনা যায় মুক্তির আওয়াজ। সে মুক্তি জীবনের নাকি পুনর্জন্মের বৃথা প্রয়াস— তা আমাদের এখতিয়ারের বাইরে

তবু দ্যাখো এমন নিশুতিতে আমি কেমন হাঁসফাস করে যাচ্ছি, আমারো বোধহয় মুক্তি প্রয়োজন, কোথাও কোথাও তোমার নিকট হইতে!

এই কারণে বলে যাই বৃথা আমাদের এই আস্ফালন,
অন্তত বিচ্ছেদটা একসাথেই হউক!

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments