আমার জন্মের বহু আগে ;
পৃথিবী পার করেছে দূর্যোগময় জোড়া সময়
প্রস্তরিত যুগের বাঁকে রাজ করেছে স্নাইপার
সামরিক ঘোড়ার দৌড় __ থামিয়েছে বহু বিপ্লবীর দোর্দণ্ড প্রতাপ!
শোষিতের কান্না না থামিয়ে পিষেছে রাষ্ট্রযন্ত্র।
আমার জন্মের বহু আগে ;
উলঙ শরীরে যাবতীয় অঙের চলাচল
সীমান্তে ঝুলে থাকে মানুষ কিংবা পতাকাবাহী পণ্য
ক্ষুধার তাড়নায় পেট বুঝেনা জন্মভূম ছেড়ে সীমান্ত অন্য!
মানবতা, বৈশ্বিক, আধুনিকতা__ শব্দ জঁপে কতিপয় নীতিবানেরা।
আমার জন্মের বহু আগে ;
আমি অজান্তে ভাগ হয়েছি ধর্মে,নীতিতে, জীবনধারণে।