বাংলা কবিতা, হুদাই বার্গেইন কবিতা, কবি সোয়েব মাহমুদ। - কবিতা অঞ্চল
4.7/5 - (3 votes)

এইযে অন্ধকার,
এইযে অন্ধকূপ……

এইসব ছেড়ে উঠে আসতে পারলেই উড়ে যাবো একদিন।।
এইসব শুকনো ক্ষত, এনেস্থিসিয়া ছাড়াই চামড়ার ভেতর থেকে উঠে আসে,
উঠে আসে কালো শব্দের ক্যালেন্ডারে।
যা ঘুমাতে দেয়নি নীল ব্যথাহত হৃদয়ে, যা জেগে ছিলো দরদামহীন।।

এইসব সস্তা বাজার,
এইসব অহংকারী দালানকোঠায়,
সন্ধ্যা নামলেই ছ’টাকার সিগারেট,
জাতিসংঘের নিরোধে মৃদু ফিসফাস,
শরীর থেকে শরীরে হেটে যায় অদ্ভুত পূন্যবান নেউলে!!

আমি এইসব পতনে,
এইসব অধঃপতনে থাকবোনা বলে,
মায়েদের কলমে, বাবাদের কাগজে লিখতে থাকি
আমাদের বাবাদের সাথে কখনো কখনো কদাচিৎ বেশ্যাপাড়ার মোড়ে দ্যাখা হলে
বেয়াদব ছেলে আমরা সিগারেট লুকিয়ে ফেলিনি কখনওই,
কে জানে কোনও একদিন বাবারাও হয়ত ছেলেদের বেশ্যা নিয়ে ঘুরে বেরিয়েছিলো
আকাশসীমা,
গণতান্ত্রিক যোণী,
সাংবিধানিক স্তন,
আর সাড়ে নয় মিনিটের সহজিয়া সংগম,
যেখানে এক দশমিক চুয়াল্লিশ মিটার শাড়িতেও…. হয়ত….. ফুউউউউউ
ধর্ম, রাষ্ট্র, শিক্ষা…..
অধঃকৃত ফুলেল শার্ট, ফুউউউউউউউ….. কি অশ্লীল, অশ্লীল।।
অথচ ঈশ্বর লুকিয়ে নীলবই পড়তে পড়তে
মিস মেনকার হাতে ধরা পড়ে গ্যালো।।

এখানে আমি কেউ নই… শুরুতে বর্নীত বিভ্রাট থেকে জেগে উঠুন নয়ত শুয়ে থাকুন।।
কথা বলবেন না, আপনার কথাগুলো গ্রন্থের পাতায় পাতায় মৃদু সুড়সুড়ি দিচ্ছে।।
প্রতিবাদ করবার ঢং করবেন না যেনো, শুয়ে থাকুন।
আপনি আজ শব্দে শ্লীল, শব্দেই অজান্তে অশ্লীল।।
যান একটু হালকা হউন, চালের ডালের কেজিতে যান একটু বড় হউন রিকশাচালক পিটিয়ে,
যান যান প্রতিবাদ করুন বাসের ভাড়ায়….
যান তো হাহাহা বার্গেইনে খুব কাচা আপনি এবার
মরে যান নয়ত ঘরে ফিরতেই বাবাদের বেশ্যারা রাষ্ট্রসমেত উজার করে দেবে আজ।।

হা হা হা হা ঘুমান, ধর্মের নসিহতী মিথ্যেবাদী আংগুল বের করে অণ্ডকোষ থেকে
এবার একটু ঘুমান মহাশয়।।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments