একটা চু’পের মাঝে চুপচাপ বসে ভাবি; আচ্ছা
মেলোড্রামাটিক নিস্তব্ধতার বিছানায় শুয়ে— আমি এত বছর ঘুমিয়েছি কি?
নাকি পোট্রেট শুয়ে বসে লেজ নাড়িয়েছি
ল্যান্ডস্কেপ বিছানাপত্র জুড়ে যেন -এক বিষন্ন কুকুর।
আমার সামনে হতাশার সমুদ্র, সাঁতার কাটতেও পারছি না….
অতএব, বিব্রতকর হাই তুলে হেটে যায় হাসপাতাল।
অতএব,
হেরে যাওয়া রক্তের উপর মাছি।
শেষতক, কসমোপলিটান নাগরিক বিতানে,
ব্ল্যাককফি উইথ ডুবডুব ফিনাইল ফেনায় ফেনায় প্রেম সেলসগার্ল হয়।
বাঁজা শহরে চীতকার
হুম,
একটা আততায়ী হুররে,
একটা নিস্তব্ধ উপর-নীচে ঘাতক নিউরো সিফিলিস,
ঘুপচি আংগুলের ফাঁকেফাঁকে
ক্রেডিট কার্ডের বারকোডে
নগ্ন দেহে বাড়ি বাড়ি
আত্মা বিক্রি করা খেলা।
আর
মোড়ে মোড়ে ফায়ারিং স্কোয়াড!
একপাল শুয়োরের কামে
পেপসির
ভেতরে সোডিয়াম কার্বনেট বুদবুদ।
অর্থাৎ
ঐ যে শোনো ডাকে মর্ডানিজম,
যেখানে নিজের ঘর তুলতে অন্যের
হলদে জন্ডিস চোখে ইজারা দ্যায়া নিজের স্বপ্ন।
সবশেষে,
আবার,
একটা চু’পের মাঝে গোল হয়ে চুপচাপ বসে থাকি!
বিরতিহীন মর্ডান শ্লোক সংবলিত সোশ্যাল নেটিভ রানওয়ে জুড়ে
ঋজু সভ্যতার বিনির্মাণ চলছে।
অতএব, আমি এবার মরে যাই, প্রাগৈতিহাসিক বোলে।