একঃ
প্রকৌশলীর ব্যর্থ প্রকল্পে
প্রিয় ফটোফ্রেম থেকে মুছে দিচ্ছো ছবি তোমার।
ভুলে যাচ্ছো তুমি ঈশ্বর প্রেমিকা।
ভুলে যাচ্ছো মুছে দেয়া দাগ স্পষ্টতর
হয়,বিগত দিনের শোক সভায়!
ভুলে যাচ্ছো তুমি ঈশ্বর প্রেমিকা।
ভুলে যাচ্ছো মুছে দেয়া দাগ স্পষ্টতর
হয়,বিগত দিনের শোক সভায়!
দুইঃ
আমার নাম কে রেখেছিলো?
কিংবিদন্তী আকাশের গায়ে হলুদ আজ।
মেঘের টার্মিনাল শুন্য এ প্রশ্নে!
কিংবিদন্তী আকাশের গায়ে হলুদ আজ।
মেঘের টার্মিনাল শুন্য এ প্রশ্নে!
তিনঃ
আমাকে সাপ-লুডু খেলা শিখিয়ে ফেললেই,
গান্ধীর তিন বানর আজ পোয়াতি গাভী!
গান্ধীর তিন বানর আজ পোয়াতি গাভী!
চারঃ
–কি দ্যাখো?
— কিছুনা,
— সত্যি করে বলোনা, কি দ্যাখছো?
— ছাদে দাঁড়িয়ে আকাশ দ্যাখা লালটিপে আর শাড়িতে এক অনন্য মুখচ্ছবি দ্যাখি আমি।
— কিছুনা,
— সত্যি করে বলোনা, কি দ্যাখছো?
— ছাদে দাঁড়িয়ে আকাশ দ্যাখা লালটিপে আর শাড়িতে এক অনন্য মুখচ্ছবি দ্যাখি আমি।
পাঁচঃ
বঞ্চনার ইতিবৃত্ত যদি প্রেম হয়,
তবে থাকুক ওরা তোমার হয়ে আমার বুকে।
আমি প্রার্থনায় যাতে শীতলক্ষায় যাতে কোনো অপেক্ষার রাত না ফুরায়!
তবে থাকুক ওরা তোমার হয়ে আমার বুকে।
আমি প্রার্থনায় যাতে শীতলক্ষায় যাতে কোনো অপেক্ষার রাত না ফুরায়!
ছয়ঃ
কেউ আছেন?
চেইন টেনে ট্রেনটাকে থামিয়ে দিন
না প্লিজ!
হৃদয় মিস করলে হেরে যাবো যে!
গৌরিপুর জংশনে মিথ্যের ডানায় ভর
করা মেয়ে ভুলেই গ্যাছে”
একবার ভালোবাসি বলার পর
সমস্ত না বলা কথাই বলা হয়ে যায়…
চেইন টেনে ট্রেনটাকে থামিয়ে দিন
না প্লিজ!
হৃদয় মিস করলে হেরে যাবো যে!
গৌরিপুর জংশনে মিথ্যের ডানায় ভর
করা মেয়ে ভুলেই গ্যাছে”
একবার ভালোবাসি বলার পর
সমস্ত না বলা কথাই বলা হয়ে যায়…