আমাদের প্রেসিডেন্টের নিখোঁজ সংবাদ
ছাপা হয়েছে যা
সেটা ছিলো ভুল।
উনি সৎ তাই ঘুমাচ্ছেন আমার টাকায় কেনা বিছানায়,
উনি লুঙ্গি পরে ঘুরেন
তাই সমাবর্তন অনুষ্ঠান ছাড়া দেখা যায়না তাকে,
উনাকে নিয়ে অনুষ্ঠান হয় –
বানচোদ ফ্যাসীবাদী দেশে।
সরকারী হিসাবে মারা গেছেন ক’জন জানিনা,
বেসরকারি হিসাবে আক্রান্তের হিসাবটাও অজানা।
শুধু জানি ডিয়ার প্রেসিডেন্ট আপনি লুকিয়ে আছেন?
লুকিয়ে আছেন বীর নির্ভিক আপনি?
স্যালুট আপনাকে ( মুখে আসা থুতু গিলে ফেলা হবে)
সারাদিন শুধুই ছুটি আর ছুটি
রেষ্টুরেন্টে ভীড় – রাস্তায় ভীড়।
বৃষ্টির দিন লকডাউন উইদাউট রিজন?
ঘুষখোর আমলা –
দূর্নীতিবাজ স্বার্থপর নেতাদের হাতে
জিম্মি আমার বেঁচে থাকা,
আমার মরে যাওয়া বিক্রি করে
অর্থনীতির চাকা সচল করছে গার্মেন্টস মালিক।
( আমরাই পৃথিবীর শক্তিশালী অর্থনৈতিক শক্তি)
হুইস্কি লুলাবাই হুইস্কি লুলাবাই ——
অনেকটা মেলে ধরেছে রাষ্ট্রায়ত্ত যোণী!
( মাতাল শব্দ অত্যাচারে উবে যাবে চিন্তার কিছু নেই)
প্রেসিডেন্ট ডিয়ার প্রেসিডেন্ট
প্রধানমন্ত্রীর জ্বর অনেক
পত্রিকা বলছে
শুয়ে পরছে সিফিলিস আক্রান্ত মন্ত্রীসভা,
টেলিভিশন দেখাচ্ছে খাদ্যের আধিক্য –
ক্ষুধার মাগফেরাত কামনায় হাসিমুখের ছবি খাদ্যমন্ত্রীর।
( রাষ্ট্রবিরোধী লাইন মুছে ফেলা হবে)
রাস্তায় রাস্তায় চালের লাশ – ভাতের ভুখামিছিল
সব ষড়যন্ত্র – ফ্ল্যাট কিনছেন তথ্যমন্ত্রীর ছেলে।
স্বাস্থ্যমন্ত্রী লাগিয়ে বেরাচ্ছেন নয় রঙা কনডোমে
স্বাস্থ্যখাত –
ধর্ম রক্ষা করতে নতজানু ধর্মমন্ত্রী শুনছেন-
বিক্রিত মসজিদ কমিটি বলছে মরছে মানুষ মরুক
তবু খোলা রাখতে হবে দ্বার!
ডিয়ার প্রেসিডেন্ট ডিয়ার প্রেসিডেন্ট
( এই লাইন সরিয়ে ফেলা হবে)
চুতিয়া চুতমারানি সংবিধানে স্পষ্টভাবে কিছু কি লেখা হয় নি?
( সব মিথ্যে কবিতা সরিয়ে ফেলা হবে)
আমার বাংলা আমার সোনার বাংলা শালার
ঝলমল ঝলমল করে –
(এটাই একমাত্র সত্য)