বাংলা কবিতা, দেখা অদেখা কাব্য ২ কবিতা, কবি সোয়েব মাহমুদ - কবিতা অঞ্চল
5/5 - (1 vote)

এক ক্ষয়িষ্ণু শহরের ইট-পাথরে ঘষেঘষে
বুকে বয়ে নিয়ে যাওয়া হৃদয় আর দেয়ালে ভর দেয়া কথাগুলো;
যা বলা হয়নি তোমায়।

তা পাশে নিয়ে বসে বসে দেখছি,
আত্মবিধ্বংসী খেলায় মত্ত আমি
দু-চোখ ভরে দেখছি বিলবোর্ড ভালোবাসার শহর তোমার।

কত উজ্জ্বলতা, কত আত্মপ্রবঞ্চক হাসি নিয়ে,
সূখ সূখ হাসি মুখ নামক বিজ্ঞাপনচিত্রে তুমি, ফেইড ইন অর আউট।
ঝুলে আছো ভালোবাসা কটাক্ষ করে!

তাই আমি চাই,
হ্যাঁ, আমি চাই তোমার সাথে কখনওই আমার দেখা না হউক!
আমি চাই অন্তত একবার মিথ্যে করে হলেও তোমার সাথে,
তোমার দেখা হউক!

আমি চাই আমাদের অদেখা অথচ খুব চেনা দেবদারু-রাধাচূড়ার
সারিসারি ছায়ায়, এক নিয়তি নির্ভর জেব্রাক্রসিং এ
কিংবা কোনও রাস্তায় কবিতাময় লিফলেটে,
অথবা কোনও এক ২৩শে পরীবাগের কোনায়; আমার যে তুমি,
কেবলই আমার যে তুমি,
আমার সাথে সেই তোমার দেখা হয়ে যাক…..

দেখা অদেখা কাব্য ১,২,৩

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments