হস্তমৈথুন এখানে জাতীয় পতাকা ধর্ষণ ফিল্টারড জাতীয় সঙ্গীত ।
এখানে ঠোটের ককপিট থেকে ইঞ্জিনরুমব্যাপি ছড়িয়ে
পড়ছে কাম,
এখানে যোণী থেকে চুইয়ে গর্ভের ভেতর ঢুকে পড়ছে ছেনালী।
এখানে রক্ত আর ঘাম
কেবলই শেকড়ের সাথে বিশ্বাসঘাতকতায়
শ্রদ্ধা আর বিনম্র লেহনে সভ্যতার ধ্বসে যাওয়া দেখে।
এখানে কেউ নেই,
এখানে কিছু নেই,
এখানে লাউয়ের মাচায় ভর করে বেচে আছে,
জনপ্রিয়তাপ্রবণ জ্ঞানী অন্ধ প্রজন্ম।
পথ দেখাবার যারা তারা
নিজস্বার্থের দলাদলিতে
একেকজন একেক আকাশ হয়ে বসে আছে
সাত আসমানের নীচে গঙ্গাবুড়ির জটাচুলে।
কি সব লজ্জাবতী গাছ একেকটা,
সনেটের পাতায় পাতায় হেমলক অথচ জোরে ” রা ”
পর্যন্ত নেই।
নির্বিঘ্নে নির্বিকার নির্বিবাদী ধর্ষণমূখর সংবিধানে,
আপাত নিরীহ ফেরিওয়ালার বুকে চাষাবাদী জমি নেই।
ফসল নেই, কেটে ফেলেছে উইপোকায়,
ঠিক ৬৪ নং পৃষ্ঠায় যেখানে ….
নৌকায় পালাবার পথে নবাব গ্রেফতার