এইযে শুনুন, আমি ব্যর্থ চ্যাপলিন- সিস্টাইন চ্যাপেলের।
প্রিয় নারীরা,
যদি আপনাদের কখনও আকাশ ছুঁতে ইচ্ছে হয়,
তবে সিকি শতাব্দী পূর্বে সাতশ নারীস্তন থেকে
আমি যে ডানা এনেছিলাম,
অস্বাস্থ্যসম্মত প্রত্যাখানে আবার
যে ডানায় আমি উড়ে গিয়েছিলাম কর্পুরের মতন,
সে ডানা চাইলে নিয়ে আকাশের বুক থেকে
আকাশের সামিয়ানায় উড়ে বেড়াতে পারেন।
যদি কখনও আপনারা
হারিয়ে ফেলেন ঠিকানা, হারিয়ে ফেলেন আশ্রয়।
চাইলে রাত বারোটার লোকাল এসে পড়বার পর,
শহরের বা-প্রান্তের শেষ বাড়িটার কড়া নেড়ে দ্যাখতে পারেন,
কড়া নাড়লেই ভেতর থেকে
উদোম গায়ে বেরিয়ে আসবেন হাতে নিয়ে জ্বলন্ত হৃদয়
একজন কবি- একজন রাষ্ট্রদ্রোহী,
একজন সামাজিক বেশ্যালয় পরিত্যাগ করা পৃথিবীর জীবিত থাকা
একমাত্র প্রেমিক।
আপনারা ওখানে তার কাছে গিয়ে বসতে পারেন।
দ্যাখে নিতে পারেন ” পাবলো নেরুদার জন্ম!”
দ্যাখে নিতে পারেন ” সেবাষ্টিয়ানের মৃত্যু”
শুনে নিতে পারেন ” আ জম্বি হোয়েন ক্রাই”
অথবা হুইস্কি লুলাবাই।
এবার ভোরবেলায় আপনার চোখে মুখে নিয়ে কুয়াশা
ঝাঁপিয়ে পড়তে পারেন চলন্ত ট্রাকের সামনে,
ঠিক যেভাবে আপনি আবিস্কার করলেন এতটা সময় যেখানে কাটালেন
সেটা আসলে শহরের শেষ কবর, শেষ বাড়িটার ভেতর।
যার ফলকে লেখা – সোয়েব মাহমুদ বাড়ি আসেন নি,
শেষ লোকালেও আসেনি প্রজাপতি, আমার সাদা প্রজাপতি।