অনেকদিন আমি তিনচাকার এম্বুলেন্সে শহর ঘুরিনা।
পৃথিবী ক্রমশ ছোট হয়ে আসছে
তাই বহুদিন তাকে দেখিনা।
এক ফ্রেমে এতগুলো মানুষের মধ্যে আমাকে খুঁজতে খুঁজতে
আমি ক্লান্ত; আমার চোখ নষ্ট হয়ে যায়।
চোখের মধ্যকার টাইম মেশিনে আরো দুইটা পৃথিবী! তিনটি পৃথিবী একত্রে ধারণ করা ক্লান্তিকর।
এর চেয়ে উপত্যকায় রাত কাটানো ঢের ভালো।
সেই দেয়াল ঘড়ির তিনটা বুলেট আমায় আনন্দ দেয়।
তারপরের সূর্যোদয়ে ঘুম আসে; স্বপ্নে তিনচাকায় চড়ে শহর ঘোরা যায়।