একবুক অভিমান নিয়ে মেয়েটি ঘুমিয়ে যায়;
যদিও ঘুমানোর অনুমতি নেই।
তবুও ঘুমায়।
ঘুম পায়।
স্বপ্নে সে একটি যুবকের সাথে ঘুরে বেড়ায়।
সেও খুব অদ্ভুত।
ভালোবাসে, আবার কষ্টও দেয়।
সে যুবকটিকে বুঝতে চায়।
হয়তো কখনো কখনো বুঝতে পারে।
অথবা পারে না।
এভাবে একটি জীবন পেরিয়ে যায়।
তবে,যুবকটিকে সে পেয়েছিলো কিনা
সেটি অমীমাংসিত থেকে যায়।
2020-04-08