সূর্য হইয়া উইঠা তুমি
আসমান আলো করো
সকাল বেলার সূর্যমুখী,
মিষ্টি তুমি বড়ো!
মেঘের আড়াল হইলে তুমি
কালো করো আকাশ
মন খারাপের সময় কাটে
ভীষণ রকম হুতাশ।
আন্ধার রাইতে একলা লাগে
ভীষণ জড়োসড়ো।
বলি, আমারে একটু-
ভালোবাসলেও তো পারো!
সূর্য হইয়া উইঠা তুমি
আসমান আলো করো
সকাল বেলার সূর্যমুখী,
মিষ্টি তুমি বড়ো!
মেঘের আড়াল হইলে তুমি
কালো করো আকাশ
মন খারাপের সময় কাটে
ভীষণ রকম হুতাশ।
আন্ধার রাইতে একলা লাগে
ভীষণ জড়োসড়ো।
বলি, আমারে একটু-
ভালোবাসলেও তো পারো!