গতবর্ষায় পারি নি।
এ বর্ষায় ঠিকই তোমার জন্য
বরাদ্দ করবো কদমগুচ্ছ।
এসো শূন্য থেকে সব শুরু করি।
কদম হাতে বর্ষাযাপনের কথা ছিলো,
মনে আছে রুপঞ্জীল?
গত বর্ষায় হয় নি।
এ বর্ষায় হতে দোষ কী?
গতবর্ষায় পারি নি।
এ বর্ষায় ঠিকই তোমার জন্য
বরাদ্দ করবো কদমগুচ্ছ।
এসো শূন্য থেকে সব শুরু করি।
কদম হাতে বর্ষাযাপনের কথা ছিলো,
মনে আছে রুপঞ্জীল?
গত বর্ষায় হয় নি।
এ বর্ষায় হতে দোষ কী?