প্রয়োজনে তুমি বিবর্ণ হলে,
তখন আমি নাহয় বর্ণান্ধ হবো।
আমার আর কোনো রঙ প্রয়োজন নেই,
মনের রঙেই রঙিন হবে আমার পৃথিবী!
বেনীআসহকলা মুছে যাক।
আমাদের ঘিরে উড়ে যাক
সাদা কাক, কালো কাক।
হোক আমাদের সাদাকালো প্রেম।
কালোর মাঝেই আলোর আভাষ-
আর সাদার বুকেই সাতরঙা সুখ।
হোক আমাদের বিবর্ণ প্রেম!