আমি ভাল নেই রুপঞ্জীল,
একা একা ভাল থাকা যায় না।
তোমারও খারাপ থাকা উচিৎ!
ফিরে এসো আমার পশমঘেরা বুকের বনে।
হারিয়ে যাও ছোট্ট পাখির মত
আমার এখানে ওখানে।
আমি জানি, তুমিও ভাল নেই।
তুমি ভাল থাকতে পারো না।
আমাকে মিথ্যে সুখের গান শুনিয়ে লাভ নেই।
ফিরে এসো রুপঞ্জীল,
হৃদয় খুলে রেখেছি আবারও।