আমার মতন আর কে এমন
তোমার প্রেমের কাঙাল ছিলো?
ভালোবাসার কাঙাল ছিলাম,
বেশ তো ছিলাম ভিখিরি বেশে!
হেরে এখন দস্যু হলাম।
এখন ধূ ধূ মরু আমার বুকের মাঝে,
আমার সজল চোখে আগ্নেয়গিরি,
আমার নিঃশ্বাসে মিশে অভিশাপ,
ঘৃণার তপ্ত ধোঁয়ায় তুমি পুড়ে হবে নিঃশেষ
আমার দীর্ঘশ্বাসের আঁচে তুমি দগ্ধ হবে!
অভিশাপ আর নাইবা লাগুক,
গরু একদিন এমনিতেই মরবে,
পরমানন্দে কাঁটা চামচ নিয়ে বসে যাবে
শকুনের দল ঝাঁকে ঝাঁকে!
তুমি পাপের শাস্তি পাবে!