ঝড় হোক আর মড়ক লাগুক,
অথবা ইস্রাফিল বাঁশি বাজাক,
আমার কিছু যায় আসে না।
প্রিয় কেউ চলে যাক, মরে যাক,
অথবা স্বয়ং ঈশ্বর নেমে আসুক।
আমার কিছুই আসে যায় না।
প্রিয় বলতেই যার আর কিছু বাকি নেই,
ঝড়ে উড়ে যাবার মত যার কিছু নেই,
তার নির্লিপ্ততা ছাড়া আর কিছু থাকে না।
2022-07-17