চিন্তার তিন তার ছিঁড়ে যায়;
প্রেমিকের আজ মনে নেই চুমুর স্বাদ!
সেই শেষ কবে খেয়েছিলো-
টপাটপ কয়েকবার, এক বর্ষার সন্ধ্যায়!
জন্ডিস- পাওয়া ল্যাম্প পোস্ট এক –
গভীর রাতে তার ছায়াকে একাকী করে;
দীর্ঘতর আজ কোনো গ্রীষ্মের রাতের মেঘ –
সেই নি:শ্বাসের ঘ্রাণ মনে করিয়ে দেয় শীতল হাওয়ার!
ধুম্রশলাকার ধোঁয়ায় ঢাকা পড়ে দিন তার।
কতো জনই পেতেছিলো চুমুর ফাঁদ
একাকী ছায়া আজও সেই স্মৃতি নিয়ে চুম্বন করে
ধোঁয়ার অধরে, জাবর কেটে চিন্তার!