বাংলা কবিতা, গোল্ডিলক জোন কবিতা, কবি সন্ধি মুহিদ - কবিতা অঞ্চল
4.7/5 - (6 votes)

শুধু তোমার চোখের দিকে তাকিয়ে
সহস্র বৎসর কাটিয়ে দেওয়া যায়।
পাড়ি দেওয়া যায় এক নিঃসঙ্গ পথ,
পৃথিবী থেকে মঙ্গল অথবা সৌরজগৎ-
তার থেকেও দূরে, শুধু তুমি থাকলে
কেটে যাবে সহজে, যেন চোখের পলক।

শুধু তোমার চোখের দিকে তাকিয়ে
মহাশূন্যের অসীমে হারিয়ে যেতে যেতে
হঠাৎ খুঁজে পাই, পৃথিবীর মতো অভয়াশ্রম
তুমি আমার সেই গোল্ডিলক জোন।

শুধু তোমার চোখের দিকে তাকিয়ে
আমার কোনো হ্যালুসিনোজেন ছাড়াই
সকল বাস্তবতা স্বপ্নের মত লাগে;
সুখ সুখ একটা কুয়াশার আবরণ
আমাকে বোবা করে দেয় কিছুক্ষণ।

শুধু তোমার চোখের দিকে তাকিয়ে
দেখে ফেলি, আমাদের যৌথ ভবিষ্যত!

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments