বাংলা কবিতা, গতিময় স্থিতিজড়তা কবিতা, কবি সন্ধি মুহিদ - কবিতা অঞ্চল
4.7/5 - (9 votes)

অনেকদিন এইভাবে কারো প্রেমে পড়িনি
জগৎ জীবন সব যেন কুণ্ডলী পাকিয়ে যাচ্ছে।
যেখানেই চোখ রাখছি, ব্ল্যাকহোলের মত টানে
প্রচণ্ড বেগে যেন এগিয়ে যাচ্ছি তোমার দিকেই!
অনন্ত নক্ষত্রবিথীর ঘুরপাক, মহাকালের স্রোত
সব থমকে যাচ্ছে তোমার কথা ভেবে।
এ যেন এক মায়াবী গতিময় স্থিতিজড়তা!
অনেকদিন এইভাবে কারো প্রেমে পড়ি নি
সেই আগেকার মত অস্থিরতা, বুকের তোলপাড়
তুমুল করে নেড়েচেড়ে যাচ্ছে ক্ষণিক পর পর।
হৃদপিণ্ড ভুলে যাচ্ছে দুই একটা ঢোক গিলতে
গলা যাচ্ছে শুকিয়ে, হাত পা বরফ ঠাণ্ডা!
একমাত্র তুমিই পারো, এই অর্ধমৃত দেহে
প্রাণের ছোঁয়া এনে দিতে, প্রেমের পরশে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments