বিধাতার ডায়েরি পড়ে দেখেছি
তিনিও ঠিক নিঃসঙ্গ আমার মত
তারও আছে পাওয়া না পাওয়ার ইতিহাস
লালসার রাতে দখল হয়ে যায় পতিতার ঘর
ডাস্টবিনে কাটে নবজাতক এর কুৎসিত জীবন
তুমুল দারিদ্রতার গর্ভে মানুষের অবিরাম ছটফটানি
জোছনার ভেতর এ সুন্দর শবের মিছিল
এই ঘটনায় তাকেও দেখেছি কাঁদতে
দুঃশাসন এই কলঙ্কিত রাজ্যে,তিনিও কত খানি অসহায়
বলেছে আমাকে তার ডায়েরির ঐ অনুতপ্ত নীল অক্ষর !
2022-05-27