5/5 - (2 votes)

মস্তিষ্কের প্রাঙ্গণে একটি ফুল ফুটেছিলো।
তাকে ঘিরে কয়েকশো পাখির কিচিরমিচির আমাকে উদ্বাস্তু করে তুলেছে।
আর কয়েকশো প্রতিত্তোর,যাদের অনিবার্য গন্তব্য ভাষার সংজ্ঞাকে অতিক্রম না করা,তারা আমাকে বেসামাল করে তুলেছে।
এ জীবন স্যাঁতসেঁতে সূর্যগ্রহনের মতো গোমট—
আমি তা বারবার তোমাকে বলতে চেয়েছি।
কিন্তু আমার মস্তিষ্কে কয়েকশো পাখির কিচিরমিচির,
আমার শব্দ গুলো বারবার মিলিয়ে যায়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments