হৃদয়ের কথা ( সনেট )
– শহীদ উদ্দীন আহমেদ
হৃদয়ে লুকানো কথা বলিতে ব্যাকুল ,
শুনিতে সেকথা কেউ কাছে আসিলনা ;
যার লাগি মন মোর হয়েছে আকুল ,
ভালবেসে সেতো মোরে কাছে ডাকিলনা ।
ঘন বরষায় ডোবে নদীর দু’কূল ,
পারে যারা ছিল কেউ তারে খুঁজিল না ;
যৌবনের স্রোতে ভেসে হারাই ত্রিকুল ,
আপন ভেবে খোঁজ্ তার্ কেউ রাখিল না ।
হৃদয়ের ভাষা মোর যে পড়িতে পারে ,
ব্যাকুল হইয়া খুঁজি তারে দ্বারে দ্বারে ।
হৃদয় আকাশ আজ কালো মেঘে ছায়া ,
অঝোরে নামবে বর্ষা বিরহ বাসরে ;
কাছে এলে দেখি তার সব কিছু মায়া ,
প্রেমের আকুতি তবু জেগে থাকে অন্তরে ।