Review This Poem

মানুষ যদি পাখি হতো
উড়তো ডানা মেলে ,
ঘুরতো তারা ভুবন ঘিরে
স্বাধীনতা পেলে ।
এই জগতে স্বাধীন হওয়া
নয়রে সহজ কথা ,
নানারকম তন্ত্রে মন্ত্রে
বন্ধী স্বাধীনতা ।
মানুষ কি আর মানুষ আছে
হয়েছে সে যন্ত্র ,
মানবতা শৃঙ্খলিত
নষ্ট গণতন্ত্র ।
মানুষ যদি পবন হতো
ছুটতো ঝড়ের বেগে ,
শিকল ভাঙ্গার গান যে তার
থাকতো বুকে জেগে ।
স্বাধীনতার মর্ম কি আর
সবাই বুঝতে পারে !
যার ভিতরে বিবেক আছে
সে তো চিনবে তারে ।
মানুষ যদি মানুষ হতো
ভাবতো পরের তরে ,
স্বাধীনতার অমিয় তেজে
থাকতো হৃদয় ভরে ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments