2/5 - (1 vote)

অনেক দিন হয়েছে দেখিনি তোমায় ,
সেই কবে শেষ দেখা তোমার আমার ,
স্মরণে তাহারে খুলি হৃদয় দুয়ার ,
বলেছিলে ভালবাসি সোহাগী ছোঁয়ায় ।

সেদিনের সেইক্ষণ ময়াবী মায়ায় ,
তুমি দিয়েছিলে সাড়া চেয়ে মণিহার ,
অবোধ প্রেমিক আমি হেরিয়া আঁধার ,
বুঝিতে পারিনি তারে হারাই হেলায় ।

তোমার দু’চোখে দেখি বন্য মাদকতা ,
ভালবেসে দিয়েছিলে প্রেমের বারতা ।

অর্বাচিন আমি তাই বুঝিনি তোমায়
ছলনা ভেবে সবই থাকি দূরে সরে ,
কাটিয়েছি কতদিন ব্যথা বেদনায়
তোমার কথাই শুধু আজ মনে পরে ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments