মিছিলের গান
– স্বচ্ছ
দিকে দিকে ওঠে বিপ্লব হুঙ্কার,
মরণ সত্য, তবু বাধা পেরোবার,
শুনি হাওয়াতেও স্লোগান গর্জে ওঠে,
শত শত লোক, মরণের পানে ছোটে।
এই মৃত্যুর গড়া পথ দিয়ে আজ,
নতুন জীবন আনবে স্বপ্নবাজ।
মিছিলে মিছিলে কোলাহল বেড়ে চলে,
শাসকের গদি সে ঝড়ের বেগে টলে।
নয়া জুলুমের ফর্দ কষেছো রেখে,
তাতে আর যাবে পুরোনো হিসেব ঢেকে?
অত্যাচারের প্রতিশোধ নেব বলে,
চলেছি আমরা নিপীড়িতদের দলে।
জনস্রোতের নতুন প্রলয় আসে,
চারিদিকে গুলি, হাহাকার কানে ভাসে,
তবু এ মরণে আফসোস নেই কারো,
হয় অধিকার, নয়তো রক্ত আরো।
প্রতিবাদ শুধু গাল-গল্পের নয়,
যুগে যুগে এই মিলিত মিছিলই করেছে বিশ্বজয়।