লাভ হুইসেল গায়ে মেখেছে রক্তগোলাপ,
আলাপের সুরে অর্কেস্ট্রা মাখো মাখো সুরে বলছে নীলাম্বর ভালোবেসেছে দীঘির সমুদ্র নোনা জল।
কান্নার রামধনু গুছিয়ে নিয়েছি সেল্ফের বইগুলোতে!!!
ভালোলাগার ব্যাপারগুলো হচ্ছে ঠিক এমন,
মেসেঞ্জারে নক না দিলেও তুমি আমারই থাকো
দিন শেষে,ইন্সটাতে তোমার ছবি না দেখলে আমার ঘুম আসে না,যার সাথেই আমি আফটারনুন টি’ শেয়ার করি না কেন দূরে থেকেও আমাদের শেয়ারিং,কেয়ারিং প্রচন্ড ভালো, আমার বাবু,সোনা,জাদু,মনা,টুনা,টার্কি সব প্রেমাভাবে আদরের নাকে চুমু খেয়ে যায়! বদলে যাওয়া আমার ডেইলি রুটিন তোমাকে রাতের রাজা করে দেয়।মাহোত, আমি তোমার অনন্যরুপে গড়িয়ে নিয়েছি অনেক অলংকার!!! তা পড়ে,তোমার রং এ সেজে আমি আজ মশগুল, প্রেমে মাতোয়ারা।এখানে সেখানে ঘুড়ছো,কার সাথে কি হচ্ছে ভেবে খুব জ্বলছি অন্তরের আগুনে!! তবু কোথায় যেন তোমায় পেয়ে জয় করে ফেলার একটা গর্ব আমাকে ঘুমস্বাদ দিচ্ছে!!!ভালোবাসি তোমাকে রোমের রোমারিও, আমি তোমার এথেনা।ফিরেও তাকাবো না ইথাগুরাসের সেই প্রেমে কিংবা মিথু।
তুমি আমাকে ইডেন গার্ডেনে মাদার হেরার হার্ট দেখিয়েছো এখন আমরা অনেক সন্তান দিয়ে পুরো গার্ডেন হেভেন বানিয়ে ফেলব!!! ভালো থেকো ভালোবাসা!!!
2023-03-31