Review This Poem

কি হুন্দর কইরা আমার মনডারে লইয়া তুই লাডিমের লাহান কেলছস!

তোর লাইগগা কান্দসি দিনের ফর দিন,

হেই কান্দন আমার বাড়ীত্তে নদী হইয়া মগরা থেইক্কা সুমাশ্বরি গিয়াও শেষ হয় নাই রে,

আমার কান্দন রাইতের জোছনার লাহান মাটির ঘরের উঠানডাতে,
এমন বান ডাকলো বাড়ির সামনের পুকুরডাও ভইরা গেল।

চাঁদনী রাতে তরে কাছে পাওয়ার লাইগগা মনডা বড় আনচান আনচান করে!!

তুই আমারে এইবায় মনে দাগা দিবার পারলি রে??

তোর লাইগগা কাম কাজ রাইক্ষা কাতা বুনছি রাইতের পর রাইত,

কি সুন্দর রাজা,রানী, হাতি,ঘোড়া হেই বুননে তুলছি!

তোর লাইগা সবার চোখ ফাহি দিয়া তর পছন্দের ফিডা বানায়া তরে কাওয়াইসি!

কত কষ্ট কইরা বাফের পকেটতে টেহা চুরি কইরা পাঁচ টেহার লাল লিপিস্টিক কিনসি,
তরে লাল ঠুট দেহায়াম দেইখা!!

তুই জালিম !!! একটা রস কস ছাড়া লুক,
আমারে একবার দেখলি ও না চাইয়া???

তর অই সুন্দর বিশাল বুকটাতে,
আমার কান্দনের ফানিতে মগড়া আর সুমেশ্বরির ঢেউ আছড়াইয়া পড়ে না ???

আমার এমন সুন্দর মায়াবী দুইডা চুখ,
তোর পছন্দের আমার গোলাপের পাপড়ির
লাহান ঠুুড আর আমার এমন তুল তুলে দেহের ধার দাওয়া বাঁক,

তর বুক টা কি এসপার ওসপার করে না???

মনে লয় ঠিগই করে কিন্তু তুই তর পাষন্ড এর মত হাত দুই ডা দিয়া বুক এর ধরফরানিডা থামায়া দেস।

এমনেকি ভালবাসার টান বন্ধ হয় রে??

আমি ও মগড়া নদীর পাড়ের মাইয়া রে!!
হুদাহুদি জন্ম হয় নাই এই ন,
তর একদিন কি আমার একদিন
তুই ভালাবাসবি, তোর ঘাড় ও ভালাবাসব!!
কয় দিন তুই আর আমার বাপের ভয়ে আমার সব মগরামিরে পাগলামী কইবি হেইডা দেখবাম নে!!!

তোর লগে হাজার বার কুটি বার পালাইতাম ও আমার কুনু বাদা নাই!!

তুই খালি এক বার তর মুখডা দিয়া ক আমারে তুই বউ বানাবি?
আমি তর সব কথা মানুম,
একটু ও মগরামি করতাম না
হত্যি কথা কইতাসি।

এই গাংগত যে জোয়ার উঠসে তুই ই হেইডা থামাইবার পারস!!!

আয় না আমার ভালাবাসার মগড়া নদীর ফানিত দুইজন মিইল্লা হাতার কাডি!!!

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments