//নিরু নিরব //
শাসনের স্নান করে ছল দেখেছি চিত্রপুরে, নিয়েছি নিমরাজিকে অশোক তলায়, ভেলায় গন্ধ মাতম করে বলেছি নিরু নিরব আমার এবার আর চুপ থাকবে না কেমন! কিছু,কিছু একটা বল ফ্যাসিস্ট কিংবা সোকল্ড সোশ্যালিস্টদের ডিব্বা হবি না।তোদের যারা ফোয়ারা বানায়,মাথা বেঁচে পেট চালাতে শেখায় তাদের বলে দিবি নিত্য হাহাকার মানুষের জাতকোপ!!! তুই রুল করবি একদিন!!এখানে অফিসের বস তোকে বাস্তবতার খোলস দেখিয়ে চিবিয়ে,নিংড়ে, ফিকে করে দেবে কিন্তু তুই লিখে আর দেশ হবি না!!! হবি চাকর।আর তাই যদি হবি তবে কেন দেশের নয়!!! পুরুষের রোষানলে ওরা যখন ভালোবাসার দিব্যি গেলে একটু মোটার সাথে ঐ টাকু বাবা,পেটকু মামা কিংবা হাদা বুড়োকে বেশ চালিয়ে দেবে তখন তুমি বুঝবে একদিন শিকায় উঠবে এতদিনের মাল মশলাদার লেখক জীবন।শ্রদ্ধা সে তো আজব বাস্তব, আজকাল শ্রদ্ধাটা চুটিয়ে লোটা হাতে ঠিক ঐ দিকটায় কাজ সারছে,সম্মানকে ভিজে যেতে হচ্ছে অজানা টাকার বন্যায়!!! চাকরিটা ছেড়ে দে না নিরু নিরব থাকুক কিছুদিন পাশের ঘর,একটা সুন্দর ডেটিং স্পট খুজে একজন ভালো মনের মানুষকে দিয়ে দে মনের তিন দস্তা খাতা লিখুক সে সেখানে,”,আমি খুজেছি অনন্তলোক”।এটলিস্ট তোর অপমানের মাত্রাটা কমবে!! তোর বাজার সদাই,বাড়ি ভাড়া হেকে দিবি একটা ও বুঝে নেবে। দেখিস আবার চাকর হয়ে যাবি না!জানিস এই কবিদের মধ্যে ভালোবাসার ব্যারাম খুব ই সেইরম, আরে বুঝিস নি মানে খুব তোতা পাখি হবি না,টুনটুনি হবি না হলে বুলবুলি হবি, প্রেমের বুলি আওরাবি তবে ধুকপুক যেন তোর না হয় হতে হবে প্রেমিক সাহেবের! আবার এখন বলবি না তুই দেখতে ভালো না তাই তোর প্রেমিক হতে হবে জ্ঞানী সেখানে বাইরের রুপ নিতান্তই তুচ্ছ।একটা পেন আর পেপার যখন পারছে না গন্ডিতে আবদ্ধ তোর অবুঝ সোসাইটিকে বোঝাতে তখন আমি ভাবলাম কিছু বলি,
তুই অফিসে লাল লিপ্সটিক ই দিবি যারা ভাবে ওটা অন্য রকম মেয়েরা দেয়, তাদের খুজে পারলে একটা গালে সেই স্টাইলে কিস করে দিবি,দেখ ম্যারম্যারা সতী পার্বতীদের অপমান আজ থেকে হচ্ছে না।বসকে গিয়ে বিশাল এক লেকচার দিয়ে বলবি,আই এম অন বেবি! দেখিস তখন চেহারাটা কি হয়! পারলে দুদিন তোর চেনা কোন কম বয়সের ছেলে ফলোয়ার্স নিয়ে দাদাদের আশেপাশে ঘোর।চশমা পড়ে,শাড়ি জড়িয়ে, জুবুথুবু ভাব নিয়ে কবি হতে গেলে ঐ বুড়োদের সংসারে চচ্চড়ি রান্না করে খেতে হবে। প্যান্ট পড়বি,শার্ট পড়ে উঁচু হিল পড়ে গটগট করে হেটে চলবি সব হাংকদের হৃদয়ে!
বলতে পারিস আমি ফ্যামিনিস্ট আমি কালচার বুঝি না তবে কি জানিস! অত্যাচারের শেষ সীমানায় না এইসব কালচার,বিদ্যে কিংবা ট্রেডিশন উবে যায়! হতে হবে ট্রান্ডি!!! আগের সব ধারনার গুল্লি মেরে হয়ে উঠ তোর
লিভিং কুইন তখন বুঝবি জ্ঞান আর সুন্দর হওয়া
জৈব সার নাকি অজৈব সার! ধ্যাত্তিরিকা বলে লিখবি হাজার বই! পারলে লিভ টুগেদার কর! জীবনটাকে দেখে নে! চল্লিশ ছুঁইছুঁইয়ের দাপটে ভেসে যাক এই সোসাইটি।অন্তরের গরিব হবার আকুতি তোকে কুঁড়ে কুঁড়ে খেতে চাইবে তুই তখন মনকে বোঝাবি ভাও তুমি কি জানো না এই বিশ্ব অন্তরের প্রাচুর্যে বেঁচে থাকে!
রবি মামা হামা দেবে,খুকির কাকু হানা দেবে মনে
রেখ তখন তোমায় নিজ আসনে বসে দেখতে হবে গোটা ব্রহ্মলোক!! আরাম সবার বিকিয়ে দিয়ে ফিরবি এবার নিজের ঘরে। দেখ, এই জামানায় চলার কথা বলছি না বলছি ফাইটটা না একটা না একটা সময় দিতেই হয়!
মেঘে ঢাকা তারা আর রোদেলা দুপুর কোনটা হবি জানি না তবে তোর বন্ধ জানালাটা অকপটে খোলা থাক।আমি বসব এসে সেই জানালায় মাঝে সাঝে আর খুজে নেব তোর চোখের জল। নাহলে বন্ধু কি হলাম,নিরু আমার নিরু তুই তো জানিস নিরব আকর্ষন শুধু দেহের চাহিদায় নেই আছে শুধু ভালোবেসে ভালোভাবে বেঁচে থাকায়!আজকালের মেয়েদের বন্ধুত্ব করাও মুশকিল
সবাই লেজবিহীন লেজ না ভাবে, ঐ আর কি! বায়ো সেক্সুয়্যালিটি বা লেজি বি, আমি কিন্তু সেক্সকে মিথ’ই ভাবি সাইন্স হচ্ছে বার্থিক্যাল ফ্যাক্ট কারন অর্গাজম হয় ন্যাচারে তাই প্যাথিক্যালি প্রজন্ম বিস্তার ব্যাতিত শুধু নিজ প্রেম ঘটিয়ে দিতে পারে এক অজীব বিশ্ব! তুই বলবি আমি পুরুষ পছন্দ করি না!! আমি মানুষ মাত্রে প্রেমে মজি তবে নিজের থেকে বেশি প্রেম কেউ কাউকে করে না নিরু! নিরব নিরুকে সরব শিশির বেশ খানেকটা ঘরকুনো বানিয়ে দিল কি আজ! ধর এই দেহ একটা ঘর আর তোর চোখ দুটো প্রান এবার একটু ঘরকুনো হ!
আবার সবাইকে এটা বলে বেড়াবি না আমি দত্তক নিয়েছি নিজেকে! তুই বাপু হয়ে যা বায়ুমন্ডল আমি কিন্তু পৃথিবী হব! বলবি না কামহীন পৃথিবী আমজনতাকে পেয়ারা বানিয়ে দেবে,তরমুজ ও তো হতে পারে কি বলিস? ভাবিস কম,মেসেঞ্জার নুড পিকসে
ভরে যখন জানবি তোর ক্রাশ তোকে অন্য কোথাও বেঁচে দিয়েছে তখন বুঝবি মুদ্রাস্ফীতি হচ্ছে বাংলাদেশে কারন মুড একটা নুড ছবিকে নাড়া দিতে শেখে নি।আদিম আর আধুনিক ব্যবহারটা ব্যবহার করতে শিখ! সেই উনিশ্য কটকটি সাল থেকে পটপট করছি রে তবু তুই জানালি না তোর ক্রাশ কতজন!!! মোদ্দা কথা নিজেকে জিতে নে! পারলে আমাকেও রে!! চল পার্টনার হয়ে বাকি জীবনটা কাটিয়ে দেই! না সেক্স ফ্রিডম সোশ্যাল ফ্যাক্ট না!!! আমি বিরক্ত কারন সেক্স বার্থ ফ্যাক্ট ছাড়া কিছুই না।ফ্যান্টাসি সেটা নিজের সাথেই থাকুক!!! ভালোবাসা মানেই তো আর প্রেম না কি বলিস!! সেইম মেন্টালিটির দুটো মানুষের জীবন চালিয়ে নিলে যদি জগৎ সৃষ্টি পায় তবে কেন আর অনাগত সত্যকে গোপন করা!চলে আসিস একদিন বাংলাদেশে! কাটাতারের বেড়া খুব একটা মজবুত না রে! মজবুত শুধু মাটি!! পারলে খুলে দেই!!! ভারতের সেই মাটিতে গন্ধম জন্মে তুই হবি আদেম গোরা আমি হব হাওয়া, জল।জন্ম দেব চেতনার, জন্ম দেব স্বাধীনতার,মৃত্যু হবে অথর্ব সমাজ প্রথার যেখানে বিজ্ঞানের চাষাবাদ ও ভুল মন্ত্রে হয়!!! আমি মাটিমুক্তিকে স্মরণ করি! ভাবি বিক্ষিপ্ত মানব চেতন কবে উন্মেষে প্রান দেবে! বোধি আত্মা স্মারক হবে তাতে চিহ্নিত হবে প্রকাশিত সত্য আমি আত্মাহুতি, নশ্বর প্রাতে বিদগ্ধতার মাস্তল।বড়াই করছি না রে! কবি জীবন হবি তো সাধকল্পে মজ।নাহ্,বউ, জামাই, সংসার জীবন আর ভালো লাগছে না রে মনে হচ্ছে জগতান্তর হই।নিরু নিরব থাকিস না চিৎকার করে বলে উঠ, তুই স্বাধীন!!!
ভালোবাসার জন্যে স্বাধীন!!! প্রেমের জন্যে মুক্ত!!! সোশ্যাল মোরালিটি তোর ঘাড় চটকাচ্ছে না!!! আমি কি পেরেছি?