সেই নাদের অর্চনা করো
যে পুজার জন্যে ফুল হয়ে এসেছিল,
তুই থেকে তুমিতে ধুলো সরিয়ে নেমে
চলে চলতি হাওয়ায় যার মুখে ভাতের স্বাদ,
ফিরে যাও কিংবা ফিরিয়ে দেবার আশ্বাস
দাও তবে জেনে রেখ এখনো এখানে
প্রস্থানে প্রস্থ মাপে বাঁকা ইশ্বর!
ইশারায় গুম হয়ে যায় সবার সর্বশেষ সংবাদ
লীন হয়ে যাওয়ার দিনে আমি পুড়ে যাওয়া
এক রুটির এক কোনায় দাঁড়িয়ে দেখি বিশ্ব,
সেই রুটির মাপজোখ নিতে একদিন
ভগবান হাসবে জেনেও জেলের ভেতর বেড়ে উঠছি
নিতম্বের প্রনয় সুখে,তোমাদের অনেকেই প্রার্থনায়
যীশুকে ডাকো, আমাকে ডাক দিয়ে দেখা একটি ভোর
তোমাদের অন্ত্যষ্টিক্রিয়ায় বাদ সাধবে না,
সেই নাদের অভ্যর্থনায় এসো, এসে দাঁড়াও মঞ্চে তারপর
সেই ফুলের গন্ধে মাতোয়ারা হয়ে বল
ভগবান আমার কোলে শুয়ে খেলছে, শিশু হবার প্রত্যাশায়!
2024-01-05