//গোধুলি//
গোধুলির রং নিজ আবাসে চাইছে কারো হৃদয় মায়া,ধানি রং চাঁদটার হাতছানিতে এলিয়ে দিলাম এই দেহের ভাজ,যখন এই ভাজ খুলতে গেল গ্যালাক্সির হাজার বারো নায়োসিন তখন মায়োসিনের আলো নিস্তেজ নির্বাক আকাশচুম্বী দামে কিনে নিল এই বাস্তুভিটা!
কখনো কি আনমনে আত্মার রং কি হয় ভেবে দেখেছো,কানে কানে মাদাম কুরি এসে বলে গেল ছানি রং হয়!!! কখনো কি ভাসতে দেখেছ ফিঙেদের জোনাক রং আদম হাওয়ায় উপায় খোজে মেঘলা মেঘের কপাল জুড়ে।আমি দেখেছি, খুব করে তা নিয়েছি বটে।পাই নি কেন এক বুদ্ধ আমায় প্রান কুম্ভকে
চিত্ত দান করে! শ্বাস নাও বিশ্ব মায়ায়,কায়ার কাঁচে যে মাহুত নাচে সেখানে দরবার সাজায় অনেক ঘাটের নবাবি! রাজা চায় রানীর মাতম! প্রজা চায় নীলাম্বর!
মন্ত্রীদের হাক ডাকে শিখছে কিছু বায়ু কিংকুর। সেনাপতি চাইছে আমায়।নিক কিছু, দিক অধিক তাও মানি কবি নিচ্ছে সঠিক!!! নারীর বসনে,উদ্বেলিত সকুন্ঠে বৈঠকি আমেজের মাঝে, সাঁঝের মায়ায় যখন এলিয়ে দিয়ে পাহাড়ের গায়ে বধু কেশ,গাইছি দিক পুরানের গান,চাইছি চুম্বনের প্রগাঢ়তা, চঞ্চু চিড়ে পাখিটি নীড়ে ফেরার ফেরারি আশ্বাসে অজস্র ভালোবাসার নামে কানামাছি খেলে,দিগম্বর নিষ্পাপ চাহুনিতে পাপের আখড়া খোজে,পায় এক দীর্ঘ নিঃশ্বাস।কোন একদিন সেই গোধুলির আবেশ হব,হব নিতান্তই দেহের আকড়,আবেগে গাইবে সব প্রেমিককুল আত্মার নিরানন্দে প্রেমচাঁদ বংশী অংশে কায়াধীর নিরুপম।দ্বিজ নিজ অজান্তে অবহেলার শাস্তি চাইবে,সিক্রেট অফ সক্রেটিস স্কেলি’র স্কেলিং হয়ে মাউন্টেন আর্থ চাইবে।
চাইবো বুমার্স বার্গ সেদিন কান্নায় ফেটে পড়ুক।একজন মিথেন সাইন্সের এথেনা সেদিন গড়বে নতুন ট্রয়ের
রোমান্স।যুদ্ধ হবে দামামা বাজিয়ে চলবে নিত্যকার আলিংগন প্রেম বিকার পৃথিবীর সাথে। গোধুলির গায়ে ধুলো জমিয়ে গিটারের রিং সেদিন বেজে উঠবে।ভায়োলিন মত্ত হবে, সিম্ফনি মাতিয়ে তুলবে বিশ্ব।
নিজ খেয়ালের চিঠি সেদিন ব্লু বার্ডের রোমাঞ্চ গীত হয়ে
ধরা দেবে।গোধুলির সেইদিনটি হবে আপেক্ষিকতার সমীক্ষন আর টাইম সাইন্সের ঘুম।হবে কি এমন এক প্রেম??? বলো, হবে?আজ আর এমনকি! কাল নাহলে হবে!! এমন ভালোবাসার জন্যে মন কি আর পোড়ে? পোড়ে না।সবাই এখন বাস্তব চায় অবাস্তবিক হালে,টলে টলে বাড়ি ফেরে নিশীথে গোপনে।নির্জনতার নামে এখন লিভিং থোরা থোরা। হাইপে আছে যে স্টাইল তাতেই জীবন মোড়া।গোড়ার গোলামি আমিও করেছি বলছি না তা বাজে,নারী তবু মরে লাজে লাজে,গোধুলির লাল রং সিনোফোবিয়ায় এটে হুইসেল বাজিয়ে ছুটছে প্রেমিকা নব্য নব্য প্রেমে।প্রেম তুমি অমিয় ধারা,ভালোবাসার কাঁপন!শিশিরভেজা সেই রাতের একটি মিষ্টি স্মৃতির কাগজ!!!মিষ্টি স্মৃতির কাগজ!!!