//ঈশপের গাল গপ্পো//
যদি বিদ্ধস্ত হবেই তবে কেন অহিংস হও,নতজানু ইশ্বর সহায় না সৃষ্টিকামী ঈশপের গাল গপ্পে,গাইল কীর্তনগুলো আভাসে নিবাস খুজতে চায়,পায় না,দাপিয়ে বেড়ানো সেই মাফলার আজ শীতের উদ্বাস্তু হয়,নাড়া দিয়ে কড়া খামচে ধরেছে পাল্কি’র সেই পুতুল,
তবে কাদের জন্যে একটা বাচ্চাবেলার অবেলা তুলে রেখেছে ব্র্যান্ডি,গাঁজা,তামাক!আজ আমি বলব তুমি শুনবে, কাল সবাই বলবে আমি শুনবো! খাদকের অখাদ্যে ভরে ওঠা শাদা জবা ফুল গোলাপী ঠোঁট জপবে।মাদকতার নেশা পুজিত আকাশ ভেজে খাবে!
ডিমের গন্ধ চাইবে মানবজাতি! আফিমি বা গন্ধম
মার্কিন মুল্লুকে নাচবে,তা,তা,ধিন,তা,তেরে,কেটে,তুন,না!
শুরু থেকে শুরু আমি মাতম গুরু,আহত এক ডমরু ত্রিশুল কাঁপাচ্ছে শিবের ভুরু! দূর থেকে কলিম্পং হাসছে, লাগছে আমার মধু,বিষের ক্ষত চাইছে কিছু বাঘের গন্ধ, তবু অট্টালিকা আটটি পায়ে কাঁদছে
শুধু শুধু,আজ আমি কবিতা লিখি তুমি কাল লিখো মায়ের দিব্যি সবগুলো শুনবো কিছু কিছু,আদিরস কার নাম? রসের নামে কালি,মারো এবার তালি! জুটছে যাই তাই ভাগে পাই নিচ্ছি কলম কালি,জানো অভাবে মরছে
আমার কাজল! কেউ নেই পরিয়ে দেবে,নুপুর পায়ে নাচিয়ে দেবে,ইশারায় মরছি আমি আজও! অহিংস হিংসাবাদে পুড়ছে অনল তাপ,নিচ্ছে কাছে বাসছি ভালো তবু কেন জানি না এমন পরিতাপ।আমি ভালোবেসে প্রেম হারিয়েছি,প্রেমে জং ধরেছে,হাজারটা বর্ম পড়ে রাস্তায় হাটছি।খুব জ্বালায় একদিন আমিও সুরের মায়া কাটিয়ে প্রচন্ড বিভৎস হয়ে উঠবো! আমি ছিড়েখুঁড়ে নিজেকে খেয়ে ফেলব! তারপর আমার আত্মা আমার দেহ থেকে বের হবে পুনরায় আবার দেহ সূঁচ দিয়ে গাঁথবো তারপর আবার আত্মার দেহ প্রবেশ হবে অত:পর আমি আঁখি প্রনয় চাই,বস্তুত আমি প্রেমিক খুজি,সে আমারে খোজে না,আর যে খোজে তার আপেল না হয় পেয়ারা পছন্দ,আসলে সে আফিম চায় না!আফিম আমি কখনো খাই নি,কলজে নিয়ে ফুঁক দিয়ে দেখব কি! সব আদিখ্যাতার কারবার না? কি সব আজগুবি কাজ! শোন,ওটা খেতে নয় ওটা জীবন দিয়ে গিলে ফেলতে হয়!ওরত জাত শুনে ভিমরি খেতে হয়! চামড়ার গান সবাই গায় না কিন্তু চামড়ার দুনিয়ায় সবাই
নাচে তাক, ধিন, ধিনা, কাত!গাল গোলাপী, কোমর দুলানি,ঠোঁট নীলচে,চলবে,চলবেতো?বার্বি লাগবে নাকি
ডার্বি জানি না তবে এখনো আমি সিক্রেট ভেবে সিগারেট খাওয়া ছাড়ি নি।দম দেয়া মেয়েদের আধুনিক ভেবে ওপেন সেক্সের অফার আসে আর আমার আসে থিসিস!!! ভাবছি এক কানা মন মিশ্র প্রজাতির এক কুয়ায় ফেলে দেব।রাজকন্যে এবার টেডি বিয়ার চাবে আর দুনিয়া চাইবে জাস্ট একটা বার্বি!!! হবেন প্রেমিক পুরুষেরা বার্বি, একদিনের জন্যে?? দেখুন,আমার বার্বিটা এখন বিস্ট হতে চাইছে।কিছুটা ওয়েস্ট কিছুটা ইস্ট কিন্তু ঈশপের এই গপ্পোবাজকে আর পাওয়া যাবে না।আজ আমি বলব তুমি শুনবে, কাল সবাই বলবে আমি শুনবো!