এ শহরে শীতের কোলাজে
নামে গ্রীষ্মের অকাল বর্ষণ,
এ শহরে ধুকপুক জ্বর আসে
নয়া প্রেমিকের প্রথম প্রেম প্রস্তাবে!
এ শহরেই ইট,কাঠ, কংক্রিটের পাষাণ সজ্জাকে
বিছানো হয় সেই কোমল ফুলগুলির শেষ শয্যায়
যাদের করা হয়েছে ইচ্ছেমত গণধর্ষণ।
এ শহরের বিষাদ সমীরণের ভীষণ আঘাতে ঝরে যায়
ওভারহেড তারে বসে থাকা পাখিগুলির নরম পালক ।
এ শহরেরই নির্জন কোনে হাতে নিয়ে স্বর্ণলতার নোলক
তার প্রেয়সীর উদ্দেশ্যে অধীর আগ্রহে আপেক্ষারত
কোন এক ছোট্ট কিশোর বালক।
এ শহরের মাঝেই যে ঘনপাকের চক্রব্যূহ
তাতে প্রবেশ করিয়ে কেড়ে নেওয়া হয়
বহু অসহায় অভিমন্যুর প্রান ।
এ শহরে নরেরাই অভিষিক্ত হয় নরের রক্তে,
এ শহরে ভালোবাসা হয় শারীরিক চাহিদার কাছে ম্লান।
এ শহরে প্রেমলীলায় বিক্রি হয় অজস্র প্রেমের ওয়াদা,
একাংশের প্রেমিক-প্রেমিকারা
মত্ত হয় ভাঙা-গড়ার খেলায়।
এ শহরে আজ জঙ্গলের রাজত্ব,
যারা কেড়ে নিতে দ্বিধাবোধ করে না
বেচে থাকার শেষ সম্বলটুকুও আপন হেলায়।