সবার আগে কল্ব পঁচে, তার পরে মন
বেশি দিনের পঁচা গন্ধে থাকিবে কতক্ষন
সেকেন্ড সেকেন্ড রূপ বদলায় তোর,
এ তো কেয়ামতের লক্ষণ ।
সুযোগ দিয়েছেন সৃষ্টিকর্তা
হারাইসনাতো ভুলেও
বাইচা থাকতে একবার কল্ব থেইকা ,
লা -ইলাহা পড়িও ।
তোমার এই আঁকা রূপরেখা
কর্মফল দিবসে মুসলেখা
মাফ এ পাপ! মুছে যাবে সব
পার হবি দাড় মহা সমাহার ।
2022-03-29