রহস্যময় পৃথিবীতে অজানা ভ্রমণ
আপেক্ষিক উদেশ্যে প্রাণের জন্ম
চিৎকার এখনো তার ভিতরে প্রতিধ্বনি তোলে
কান্নায় তার প্রথম ভাষা।
অনুভুতি ভোঁতা হয়েগেছে হারিয়ে তার পূর্বের ঠিকানা
আবহাওয়াপীড়িত চেহারায়
ঘৃণার কোন আভাস নেয়
ঘৃণাকে সে পাশ কাটিয়েছে ।
সব শক্তি যেন বেরিয়ে গেছে শরীর থেকে
চোখ দুটো ঘোলাটে যেন,
চোখের সামনে বাস্তব কিছু নেই-
মহাশুন্যে ভেসে বেড়াচ্ছে কিছু সৃতি।
দিন কেটে যায় রাত হয়
একের পরে এক সংখ্যা জমায়
একদিন হঠাৎ চলে যেতে হয়
অদৃশ্য কিছু শক্তি ছাড়া, সবই যে শূন্যে হারায়।
2022-04-07