4.7/5 - (4 votes)

বাতাস তোমার নির্মমতা আর আকাশকে কাঁদায় না
সে ভুলে গেসে কালো মেঘেদের অনূভুতি কে
আজ সে শরতের সাদা মেঘেদের ভেলায় চড়ে-
লুকোচুরি খেলে পাহাড়ের বুকে ।
কোন একদিন কোন এক ভোরে
আবার বইবে বাতাস নতুন করে
সুবাস নেবে বুকটা ভরে
মুক্ত মেঘেদের ভেলায় চড়ে ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments