আমি কি এখনও তোমার দেখা পাইনি
নাকি তুমি দেখা দাওনি, হে পরম আত্মা প্রশান্ত আত্মা-
আমি প্রস্তুত সেই চুড়ান্ত স্বাদ নিতে ,
যেখান মৃত্যু পথে আলিঙ্গন করে
মুক্ত করতে এই পৃথিবীর ছায়াপথ।
এ চোখ এখনো শীতল হয়নি
ঐ দিনের অপেক্ষায় ।
মশার জীবনের চক্র কালের মতো
ক্ষনিক সময়ের প্রস্তুতি,
অনন্তকালের ঠিকানার জন্য পরীক্ষা ।
ভয় কিসে তোর -এতো মৃত্যুর ডঙ্কা
চিরস্থায়ী জীবনের প্রথম ধাপ ।
বীর নামের খেতাবধারী বীর যোদ্ধা তুই
পতাকা উঁচিয়ে আহবান কারী,
কোথায় লুকিয়ে আছিস ভীরু কাপুরুষ মৃত্যুর দল
আমিতো সেই সাহসী যোদ্ধা
দেখাশনা আমাকে মৃত্যুর ঢল ।
2022-08-06