পবিত্র থাকুক আমার ভালোবাসা
আমি চাই সকল ফুল জীবিত থাকুক-
তার মাতৃ গর্ভে ,
সেই সাথে জীবিত থাকুক আমার ভালোবাসা ।
ফুল দিয়ে ভালোবাসা নিবেদন করার মতো
মানুষ আমি না !
তাই ফুলের বাগানে বিচরণের দাঁড়ায়
ফুলের থেকেও পবিত্র তোমার আত্মাকে ভালোবাসতে চাই।
2023-02-14