ভালো থাক সকল আত্মা গুলো
যারা প্রশান্তি লাভের আশায়
এখনো যুদ্ধ করে যাচ্ছে ।
যুদ্ধ করে যাচ্ছে, প্রতিনিয়ত
নিজের সাথে সমাজের সাথে
এবং অভিশপ্ত শয়তানের কমন্ত্রনার সাথে ।
মুক্তিপাক সে সকল আত্মা
যারা এখনো মুক্তির দার খুঁজে পায়নি ।
অভিশপ্তর স্বাদ নিয়ে যারা এখনো
ভুল দরজায় কড়া নারে ।
প্রশান্তি লাভ করুক সে সকল আত্মা
যারা শরীর ছেড়েছে ।
নিষ্ক্রিয় কর্মকান্ডের সাথে ,অন্ধকারে শুয়ে আছে
দুনিয়াবী রেখে যাওয়া আলোর অপেক্ষায় ।
2022-06-22