বসে আছি একা আকাশ প্রানে চাহিয়া
চাঁদের আলো দেখিবো বলে ভরা অমাবর্ষার রাতে ।
নির্বোধ , বোধ হবে তোর কবে ?
অমাবর্ষার রাতে, চাঁদের আলো কিভাবে রবে !
তেমনি করিয়া ভালোবাসা খুঁজি সম্পর্ক বিনা ,
সম্পর্ক ছাড়া ভালোবাসা সত্য কিতাবে লিখিতো জিনা ।
দুটি শরীর একটি মন,সেতো খনিকের আবেদন;
চাহিদা মিটিলে থাকেনা কোন মন,সেতো সাময়িক বিনোদন ।
কিছু গোপন কথা গোপনে থাকাই ভালো
যে সম্পর্কের কালো চাহিদা নাহি জ্বালিবা আলো ।
2021-12-01