4.4/5 - (5 votes)

এ তোমার কেমন খেলা
খানিক ভাসাও খানিক ডুবাও
সুখ দুঃখের সময়ের জালে,
জীবন নামের সন্দেহে চুবাও ।

ভিন্ন বেলায়, ভিন্ন মেলায়
একই চিন্তায় ভিন্ন বেলায়
হেলায় ফেলায় একই বেলায়
মন্ত্র পড়ে ভিন্ন চেলাই ।

ভিন্ন জায়গায় ভিন্ন খেলায়
ছিন্ন মূলের অসীম ভেলায়
ব্যস্ত সবাই নিজের খেলায়
আমলনামার বিচার বেলায় ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments