5/5 - (1 vote)

তুমি দুঃখ দাও আবার ভুলে যাও
দুঃখ তো আমার কবিতার একটি অংশ
তুমি কাঁদাও আবার ভুলে যাও
তুমি তো আমার কবিতার একটি অংশ।

তুমি কাছে এসে নিজেকে কেড়ে নাও-
ভুলোনা তুমি তো দুলাইনে আবদ্ধ
তুমি ছায়া হয়ে আমাকে আলো দাও
ভুলোনা, আমিতো আঁধারে নিস্তব্ধ ।

তুমি ভালোবাসি বলো জল্পনাই
কল্পনাই, তোমাকে আমি এঁকেছি
তুমি সামাজিকতাই অসামাজিক খোঁজো
আমিতো, অসামাজিকতাই সামাজিকতা শিখেছি ।

তুমি তো শুধু তোমার, আর আমার কবিতায় লেখা
মেঘরাজ্যের সেই আশ্চায্য প্রদীপের পরী
আমি জিনি নই কোনো প্রদীপের –
রাজপুত্র আমি ,প্রদীপের মালিকের বন্দনা করি ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments