বিলাসীতা ভেবে তোমাকে কখনো আমি চাইনি,
চেয়েছি নিজের প্রয়োজনে ।
যে নীল রঙ তুমি একে দিয়েছিলে
আমার মনের ক্যানভাসে
তা আজ ধীরে ধীরে লাল রঙে পরিনত হয়েছে ।
কালো মেঘের ঘনঘটা আমার পুরো আকাশ জুড়ে
ভয়ানক কালবৈশাখী ঝড়ের বার্তা পাঠায়,
বাতাসের সুরে ।
তবুও অপেক্ষায় আছি আসবে কি ?
তুমি নেমে এক ফোঁটা বৃষ্টির জলে ।
2021-10-03