মানুষের বিজ্ঞান ছলনাময়ী
ক্ষণে ক্ষণে তার রূপ বদলায়
ক্ষুদ্র তথ্যের অল্প আলোতে
দৃশ্যমান কল্পনার নীল পর্দায়।
সত্যকে তারা বিকৃত করে
যুক্তি বিদ্যার তর্কে দাঁড়ায়,
ক্ষুদ্র জ্ঞানকে সমুদ্র ভেবে
ধর্মকে তারা ফেলিয়াছে হারায় ।
কত শত জ্ঞানী হারাইছে জানি
রাখিয়া গিয়াছে জ্ঞানের বাণী,
একের পরে এক সংখ্যা সাজায়
অদৃশ্য কোন শক্তি ছাড়ায়।
2021-12-20