রাতের শেষ প্রহরে
যখন তোমার নাভীমূলে জোৎস্না ঝরে পরে
জ্বলজ্বলে জোনাক ফোটে তোমার স্তন বৃন্তে
জাদুকরী ওষ্ঠে ফোটে কুফরি কালাম
বিনিদ্র প্রেমিকের চোখেও ধাউধাউ আগুন
ঘোরাতুর নেশায় ওষ্ঠ নিংড়ে পান করে জাদু
যেন কারবালার তৃষ্ণায় কাতর বুক,
কপাল থেকে কপোল চেটে নেয়
আদিম ধারালো জিভ
দ্রুত থেকে দ্রুততর হয় প্রেমিকের জাদুপাঠ
নবান্নের অমাবস্যায় যেমনটা শুনেছিল
পিতামহের মুখে; বাঘ শিকারের গল্প
সুঘ্রাণে মৌ মৌ করে লোকান্তর
স্তনবৃন্তে ফুটে ওঠা কুসুমের ঘ্রাণ
প্রেমিকের শিরায় শিরায় বইতে থাকে
পিতামহের প্রাচীন শিকারী আত্মারা
বাঘের থাবার মত বল্লম তুলে আছড়ে পড়ে
জ্ঞান হারায় শিকারী প্রেমিক
তোমার গভীর নাভীকুপে।