2/5 - (2 votes)

বসে আছি তোমারি অপেক্ষায় পথ চেয়ে
ঠিক যেমনটি করে চেয়ে থাকতাম কোন ছুটিতে তুমি তোমার নানা বাসায় আসবে বলে।
ফাগুনেরও গান গেয়ে
যত ভাবি ভুলে যাবো
মন মানে না।।
বেদনার নীল আকাশে স্মৃতিরও সুরভি জ্বলে
তুমি বিনা এই হৃদয়ে সুর ওঠে না।।
আজ তুমি নেই সাথে
ভুলে থাকা ছলনাতে
মনে মনে ভাবি শুধু তোমারি কথা
পাওয়া না পাওয়ার মাঝে
অচেনারও সুর বাজে
আজ তুমি নেই বলে।

guest
1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Sumita Moni
Sumita Moni
1 year ago

আপনার অনুভূতি গুলোর এক অদ্ভুত বহিঃপ্রকাশ ঘটেছে এই কবিতার লাইনগুলোতে।খুব সুন্দর হয়েছে আপনার কবিতাটি🙂