“আজো সেদিন আছে বুঝি-
যেদিনে ছিলাম আমরা অনাহারী শীর্ণ-
তোমরা ছিলে ভোগে মজি;-
সেদিন গেছে ইতিহাসে-
সব ভেদ প্রাচীর করেছি চূর্ণ।।
আজি নব-উত্থানে দেখিছে বিশ্ব-
কেমনে আমরা ওঠেছি ক্রোধের স্বরে-
যারা সেদিনে করেছিল আমাদেরে নিঃস্ব,
তাদেরি আজ করেছি রুদ্ধ কারার পরে;
বহু সংগ্রাম-রক্তবিন্দুর স্রোতে গেছে ভাসি-
বহুজনে চেপেছে টুটি- গিয়েছে মোদেরে শাষি-
তবু ভয়, সে তো মোদের আত্মীয় নয়-
তবে কেন মরণেরে স্মরি??
মোরা মজলুম তাই স্রষ্টা দিয়েছেন অভয়।।”