5/5 - (1 vote)

“শুনশান নিরবতায় নিশ্চুপ কোন এক লাশকাটা ঘরে-
সাদা চাদরে ঢেকে দেয়া খুনেমাখা টেবিলের পরে-
চিরে ফেলা বুক জুড়ে সেলাইয়ের ভাজে লেগে থাকা শুকনো রক্তের ছোপ-
খুলে নেয়া হৃদপিন্ডের ভারে ক্লান্ত দুচোখ এবারে হয়েছে নিশ্চুপ-
ঠান্ডায় জমে ওঠা পেশীগুলো আর কাটা হাড়ে-
হয়তো আমারে এভাবেই পাবে খুঁজে সারি সারি শুয়ে থাকা লাশেদের ভীড়ে।

থেতলে যাওয়া চেহারাটা হয়তো চিনবে না আর-
বাসি রক্তে ভরে ওঠা মুখটাকে দেখে করে যাবে চুপ অথবা বুক ভাঙ্গা চিৎকার-

লাশকাটা ঘরের নিঃসঙ্গতায় বহু প্রেতাত্মারাও করে আর্তনাদ –
সবার চোখে মুখে নীরবতা নিস্তব্ধতা আর ফেলে আসা বিরহ বিষাদ-

এই লাশকাটা ঘরে এভাবেই একদিন আমারে খুঁজে পাবে তুমি-
হয়তো এখানেই বিদায়-চিরআধারির বুকে মুখ গুজে দুচোখে আঁধার যাবে নামি।।”

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments