“মুসলিম সব নরম গদিতে, মহাসুখে গেছেন নিদে-
টগবগে রুধিতে আজ তুষার ঢেকেছে- কাফির সব মেটায় তাতে ক্ষিদে,
অস্ত্রসব ভাগাড়ে দিয়ে, অশ্রু সম্বল করে কাঁদে মুনাজাতে বসে বসে-
ভাইয়েরা সব না খেয়ে মরে, বে-দ্বীনেরা নিচ্ছে সব শুষে;
কাবার দুয়ারে চক্কর কাটে সব-আর খোঁজে কবে কোথায় আসে ঈসা-মেহেদী;
মার খেয়ে খেয়ে পিঠ গেছে নুয়ে-আজও ওমর-উসমানের রাজত্বের গল্প ফাঁদি-
মুসলিম সব চাষ করে ওরা-গৃহে পালিত পশুর মতো;
হার মানিনা তবু- চাপাও বোঝা-মেহেদী এসে দেখুক এই পাপীদের ক্ষত,
নিজেদের মাঝেই হিংসা যাদের- হানাহানি সারাবেলা,
তারাই নাকি হবে একজোট শেষে-কাফিরেরা দেখে আর হাসে; বলে এমনি মজার খেলা(!)
বিদ্রুপ আমি করিনিকো ভাই-শুধু জানলাম কোন বাপ-দাদার আমলে-
ছিল মুসলিম শাষণ-স্বপ্নই দেখ আজও?রাজ্যপাঠ কি করে বোকার দলে?
মুসলিম শাষণের মতো- শক্তি-সাহস জাদুঘরে রেখেছি তুলে,
ইসলাম কেবল শান্তির বাণী- নামাজ-রোজাতে অশ্র ছেড়েছি -মজলুমের ফরিয়াদ ভুলে;
এমনই লাট-বাহাদুর সব-পারতঃপক্ষে মসজিদ রেখেছে-এইখানে এনেছে ইসলাম সব,
মেহেদীর আশায় গুনছে প্রহর-যত দায় তার? মিথ্যে এ অভিনব।।